
ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে হঠাৎ ব্যাপকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং ইউরোপের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরিতে গত সোমবার রাতে হঠাৎ এই অগ্ন্যুৎপাত শুরু হয়।
এতে ব্যাপক ছাই ও উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, সাতের্ন ক্রেটার নামের একটি নির্দিষ্ট গহ্বর থেকে এই অগ্নুৎপাত শুরু হয়। এতে ঘনঘন ও তীব্র বিস্ফোরণ ঘটতে থাকে এবং দুটি ছোট লাভা প্রবাহ দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ে বলে কাতানিয়া টুডে জানায়।
একইসঙ্গে আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাইয়ের স্তম্ভ দক্ষিণ-পূর্বে ভেসে কাছাকাছি শহর জাফারানা এটনায় ছাই জমা করতে শুরু করে।
ইতালির জাতীয় ভূতাত্ত্বিক ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা (আইএনজিভি) অগ্নুৎপাতটি নজরে নিয়ে বিমান চলাচলের জন্য তাদের ভিওএনএ (ভলকানো অবজারভেটরি নোটিস ফর অ্যাভিয়েশন) সতর্কতা ‘সবুজ স্তরে’ নামিয়ে এনেছে, যা সবচেয়ে নিচের ও স্বাভাবিক সতর্কতা ধাপ।
স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, এই অগ্নুৎপাত কাতানিয়ার ভিনচেঞ্জো বেল্লিনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব ফেলেনি।
আনাদোলু বলছে, সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনা ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা প্রায় ৩ হাজার ৩০০ মিটার। সর্বশেষ এই অগ্নুৎপাতটি গত কয়েক মাসে এটনায় ১৩তম অগ্নুৎপাত।
আরও পড়ুন: