সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ১০:৩৬

শেয়ার

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড়ের রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। রোববার (১২ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু এবং ৯ জন নারী। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁওয়ের কাছে একটি ট্রেলার ট্রাক এবং যাত্রীবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

চটৌদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাঁসারি গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে খারোরা থানা এলাকার সারাগাঁওয়ের কাছে পৌঁছালে ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে রায়পুরের ডা. ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যায়।

রায়পুর জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী চালককে গ্রেপ্তার করা হবে।

 

banner close
banner close