সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নিহত আরও ২৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ০৮:২৬

শেয়ার

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নিহত আরও ২৬
ফিলিস্তিনি নারীর আহাজারি। ছবি: রয়টার্স

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি অভিযানের ৭১তম দিনে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। তাদের মতে, ধ্বংসস্তুপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে থাকতে পারে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৯ হাজার ৫৫৪ জন। অব্যাহত অবরোধ ও বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন অবস্থায় বেঁচে থাকা মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে।

এদিকে, ইয়েমেনের হোদেইদা, রাস ইসা এবং সালিফ বন্দরে হুতি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলার আগে এসব এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

banner close
banner close