সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোনের দেখা, ব্ল্যাকআউটের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ২২:৪১

শেয়ার

ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোনের দেখা, ব্ল্যাকআউটের আহ্বান
ছবি: সংগৃহীত

ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের বার্মারের আকাশে রোববার ড্রোন দেখা গেছে। এরপর সেখানে ব্ল্যাকআউট শুরু করে স্থানীয় প্রশাসন।

শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি করে। এর একদিন পরই দেশটির আকাশে আবার ড্রোনের দেখা মিললো। তবে এ ড্রোন কোথা থেকে এসেছে সেটি নিশ্চিত নয়।

বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘ড্রোনের আগমন পরিলক্ষিত হয়েছে। দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাকআউট পালন করুন।’

এর আগে রাজস্থানের জয়সালমারে পূর্বসতর্কতার অংশ হিসেবে ব্ল্যাকআউট পালন করা হয়। জয়সালমারে ব্ল্যাকআউট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। অপরদিকে বার্মারে ব্ল্যাকআউট শুরু হয় রাত ৮টা থেকে।

শনিবারও সীমান্তবর্তী এলাকায় একই দৃশ্য দেখা যায়। তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। তবে রোববার সকাল থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানুষ বাইরে বের হন এবং আজ সেখানে বাজারও খুলেছিল।

 

banner close
banner close