রবিবার

১১ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১৩ জিলক্বদ, ১৪৪৬

যুদ্ধবিরতির পরও ভারতের কাশ্মিরে বিকট বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ২২:৩২

শেয়ার

যুদ্ধবিরতির পরও ভারতের কাশ্মিরে বিকট বিস্ফোরণ
ছবি: ভিডিও থেকে নেওয়া।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার (১০ মে) লিখেছেন, “যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

শ্রীনগরের কয়েকজন বাসিন্দা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছেন, তারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় শহরটির একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়।

শ্রীনগরভিত্তিক সাংবাদিক ওমর মেহরাজও আলজাজিরার কাছে নিশ্চিত করেছেন তারা বিস্ফোরণের শব্দ শুনছেন। তিনি বলেছেন, “আমরা শ্রীনগরে বিকট বিস্ফোরণ শুনতে পাচ্ছি। শনিবার সকালে এবং বিকেলে একই শব্দ শোনা গিয়েছিল। আমি আকাশে কোনো বস্তু উড়তে দেখেছি। তবে এগুলো মিসাইল নাকি আকাশ প্রতিরক্ষার কিছু তা একদমই স্পষ্ট নয়। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বারামুল্লাহ এবং জম্মুতে।” তিনি আরও বলেন, “বিস্ফোরণের পর এখানকার মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ আশ্রয়ে দৌড়ে গেছেন। তবে নতুন বিস্ফোরণে কোনো হতাহত হয়েছে কি না সেটি নিশ্চিত নই।”

 

banner close
banner close