শনিবার

১০ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১৩ জিলক্বদ, ১৪৪৬

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১৫:৫৪

শেয়ার

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর আহ্বান
ছবি: সংগৃহীত

সংঘাত ক্রমেই বেড়ে চলেছে পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। চলমান এ সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশদুটিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যেগঠনমূলক আলোচনার জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘পাকিস্তান-ভারত উভয়পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রুবিও। একই সঙ্গে ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য মার্কিন সহায়তা দেয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি।’

অন্যদিকে ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জি-৭ জোট। জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে অবিলম্বে উত্তেজনা কমানো ও সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

সংঘাত চলা ভারত-পাকিস্তানকে সতর্ক করে দিয়ে তারা বলেছেন,’‘আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। দুই দেশেরই শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরাসরি সংলাপে বসা উচিত।’

banner close
banner close