শনিবার

১০ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

ভারতের সীমান্ত এলাকায় নিহত ২২, হাজারো মানুষ ঘরছাড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১৪:০৪

শেয়ার

ভারতের সীমান্ত এলাকায় নিহত ২২, হাজারো মানুষ ঘরছাড়া
হাজারো মানুষ ঘরছাড়া।

পাকিস্তানের চালানো সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলজাজিরার নয়া দিল্লি প্রতিবেদক উম্মে কুলসুম শরীফ জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনী সেসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

তিনি বলেন, এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া, তবে সীমান্ত এলাকাজুড়ে জোরালো বিস্ফোরণ ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে, আর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।

ভারতের দাবি, এই হামলাগুলোর শুরু থেকে এখন পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। তবে শুধু প্রাণহানিই নয়, জীবিকা হারানোর ঘটনাও ঘটছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

banner close
banner close