শনিবার

১০ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

ভারতের শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ০৮:১৫

শেয়ার

ভারতের শেয়ারবাজারে বড় ধস
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করে ফেলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর গত ৬ মে মধ্যরাতে বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ আশেপাশের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও। দুদেশ থেকেই ভেসে আসছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর।

এ অবস্থায় ভয়াবহ যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে শেয়ারবাজারে। ফলে, অর্থনীতিতে বড় ধরনের খেসারত দিতে হচ্ছে ভারতকে। 

শুক্রবার (৯ মে) বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে ভারতের শেয়ারবাজারে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় এমন ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র; কিছু ক্ষেত্রে তা নেমে গেছে দুই শতাংশ পর্যন্ত। 

শুক্রবার ভারতের শেয়ারবাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা উৎকণ্ঠারই ইঙ্গিত দিচ্ছে এই চিত্র।

বিশ্লেষকদের মতে, শুক্রবার সকালেই ভারতীয় শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। তবে, বাজার বিশ্লেষকেরা বলছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। 

banner close
banner close