
পাকিস্তানের বিমান হামলার আশঙ্কায় ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালায় সাইরেন বেজে উঠেছে।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিসয়েছে।
এতে বলা হয়, হামলার আশঙ্কায় আম্বালায় ভারতের বিমান বাহিনী বিমান হামলার সতর্কতা জারি করেছে। শহরজুড়ে সাইরেন শোনা গেছে। নাগরিকদের ঘরের ভিতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত ব্যবস্থা হিসেবে জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে, যা রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত থাকবে।
এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত।
আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত।
পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
এরপর দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকির মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে।
আরও পড়ুন: