শনিবার

১০ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

জম্মুতে ৭ অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ১৮:১১

আপডেট: ৯ মে, ২০২৫ ১৮:১২

শেয়ার

জম্মুতে ৭ অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৭ জনকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার জম্মুর সাম্বা এলাকায় ঘটেছে এই ঘটনা।

এক বিবৃতিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সাম্বার সীমান্ত ক্রসিংয়ের কাছে গুলি ছোড়া শুরু করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পাল্টা জবাবে বিএসএফের সদস্যরাও গুলি ছুড়তে থাকেন। এই গুলি বিনিময়ের ফাঁকেই সীমান্ত দিয়ে বেশ কয়েক জন পাকিস্তানি নাগরিককে জম্মুতে ঢোকানোর চেষ্টা করে রেঞ্জার্স।

বিষয়টি টের পেয়ে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু বিএসএফ জওয়ানরা। বেশিরভাগ অনুপ্রবেশকারী পালাতে সক্ষম হলেও ৭ জন নিহত হন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জম্মুসহ ভারত পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মিরের জম্মু, পাঠানকোট, উধমপুর, রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।

তবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতের সেনাবাহিনী।

 

 

 

banner close
banner close