শুক্রবার

৯ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

ভারতের ৭৭ ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ১৫:৪২

শেয়ার

ভারতের ৭৭ ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান
ভারতের ৭৭ ড্রোন ধংস।

পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ইসরাইল-নির্মিত ছয়টি ড্রোন।

পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভারতের ৬টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। আজ আরও ছয়টি। দেশটির তিনটি শহরে ছয়টি ইসরাইল-নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। 

নিরাপত্তা সূত্র বরাতে গণমাধ্যমটি বলেছে, পাকিস্তানের ভেহারি, পাকপত্তন এবং ওকারায় ছয়টি ইসরাইল-নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে, এখন পর্যন্ত মোট ৭৭টি শত্রু  ড্রোন ধ্বংস করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই সব ড্রোন আক্রমণ চালানোর আগেই ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আকাশে থাকা অব্স্থাতেই ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্দান্ত কাজের জন্য অনেক সাধারণ মানুষের প্রাণ ক্ষতির মুখে পড়েনি।’ ওই পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোন কৃষি জমিতে ফেলা হয়েছে বলে ক্ষতি একদমই হয়নি।

পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।  যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম। 

তিনি আরও বলেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে।

কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত। অবশ্য তারা সেই দাবি অস্বীকারও করেনি। যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে এবার খ্যাতনামা ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভারতের বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

 

banner close
banner close