শুক্রবার

৯ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

ভারত বলছে জম্মু এবং পাঠানকোটে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান;অস্বীকার করছে ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ০২:১৩

আপডেট: ৯ মে, ২০২৫ ০২:১৬

শেয়ার

ভারত বলছে জম্মু এবং পাঠানকোটে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান;অস্বীকার করছে ইসলামাবাদ

কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী তিনটি অবস্থান লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ভারত। দেশটি বলেছে, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর কাশ্মীরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্সের একজন সাংবাদিক জানান, সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা যায়। সে সময় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

তখন ভারতের একাধিক প্রতিরক্ষাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র নিশানায় আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা ও আরনিয়ার দিকে ছোড়া হয়েছিল। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

banner close
banner close