বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক, ভারতের হামলার কড়া নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ২০:৪২

শেয়ার

পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক, ভারতের হামলার কড়া নিন্দা
ফাইল ছবি

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলার পর ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে একমাত্র ন্যাটো সদস্য মুসলিম দেশ তুরস্ক। হামলার কড়া নিন্দা জানিয়ে একে ‘উসকানিমূলক পদক্ষেপ’ ও ‘বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গতরাতে ভারতের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে, তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করেছে। আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’

তুরস্ক উভয় পক্ষকে ‘সংযম প্রদর্শন ও একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানকে সমর্থন করি।’

আঙ্কারার পক্ষ থেকে প্রত্যাশা প্রকাশ করা হয় যে, ‘এই অঞ্চলে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োগযোগ্য প্রক্রিয়া চালু করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।’

পেহেলগামে ২৬ জন নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ নিতে গতরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহতের তথ্য জানিয়েছে পাকিস্তান।

banner close
banner close