বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানের ১৩৫, ভারতের ৪১৭ ফ্লাইট বাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ২০:০৮

শেয়ার

পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানের ১৩৫, ভারতের ৪১৭ ফ্লাইট বাতি
ফ্লাইট বাতি।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে দুই দেশের প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছ।

বুধবার (৭ মে) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এ তথ্য জানায়।

ফ্লাইটরাডার২৪-এর হিসাব অনুযায়ী, পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় সব এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

এয়ার ইন্ডিয়া বলেছে, জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। 

এ ছাড়া কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

 

 

banner close
banner close