
ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত।
পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এরপর খুব দ্রুততার সঙ্গে ক্ষিপ্রগতিতে ওই হামলার কার্যকর জবাব দিয়েছে পাকিস্তান। এতে জম্মু ও কাশ্মিরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে পাক সশস্ত্র বাহিনীর হামলায়।
ভারতীয় স্থানীয় সরকারের চারটি সূত্র আজ এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। পাকিস্তানের ৯টি অবকাঠামোয় ভারতের আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ তথ্য জানা গেল।
এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ৫টি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: