বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানের হামলায় তিন যুদ্ধবিমান ভূপাতিত, স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ১৪:২৬

শেয়ার

পাকিস্তানের হামলায় তিন যুদ্ধবিমান ভূপাতিত, স্বীকার করলো ভারত
ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত।

পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এরপর খুব দ্রুততার সঙ্গে ক্ষিপ্রগতিতে ওই হামলার কার্যকর জবাব দিয়েছে পাকিস্তান। এতে জম্মু ও কাশ্মিরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে পাক সশস্ত্র বাহিনীর হামলায়।

ভারতীয় স্থানীয় সরকারের চারটি সূত্র আজ এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। পাকিস্তানের ৯টি অবকাঠামোয় ভারতের আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ তথ্য জানা গেল।

এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ৫টি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

banner close
banner close