
গভীর রাতে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মুখ খুলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মতে, ‘‘অপারেশন সিঁদুর’’ হচ্ছে পাহেলগামে হত্যাকাণ্ডের জবাবে ভারতের পদক্ষেপ।
আজ বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
এক্স-এ করা ওই পোস্টে অমিত শাহ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর ওপর গর্বিত। অপারেশন সিঁদুর হচ্ছে পাহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে ভারতের পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘মোদি সরকার দেশের জনগণ ও ভারতের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে ভারত অটল ও প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: