বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ০৭:৫৯

শেয়ার

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প
সংগৃহীত ছবি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিসে প্রবেশ করার সময়ই আমরা এই খবর পেয়েছি। আমি শুধু আশা করি, বিষয়টি খুব দ্রুতই শেষ হবে।’

এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে বেশ কয়েক জন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ভারত সরকার জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দূর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

 

banner close
banner close