মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি, সেনাসহ নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১২:১৬

শেয়ার

পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি, সেনাসহ নিহত ৯
ফাইল ছবি।

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় দিল্লি-ইসলামাবাদের উত্তেজনার মধ্যে পাকিস্তানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। 

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৩ জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসহ ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে পাক সেনারা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় সেনা সদস্যদের। 

অভিযানের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গত এক বছরে পাকিস্তানে বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে।

 

 

banner close
banner close