শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

কাশ্মিরেই লুকিয়ে আছে হামলাকারীরা, ধারণা গোয়েন্দাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১২:০০

আপডেট: ২ মে, ২০২৫ ১২:০৩

শেয়ার

কাশ্মিরেই লুকিয়ে আছে হামলাকারীরা, ধারণা গোয়েন্দাদের
ছবি: সংগৃহীত

পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলাকারী চার সন্ত্রাসী এখনও দক্ষিণ কাশ্মিরের জঙ্গলেই লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। সেনা ও পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালালেও দুষ্কৃতীদের এখনো ধরা যায়নি।

তাদের দাবি, হামলাকারীরা সম্ভবত কয়েক দিনের খাবার ও অন্য জিনিসপত্র মজুদ রেখেছেন। ফলে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তারা এখনো লুকিয়ে থাকতে সক্ষম হচ্ছে। একইসঙ্গে, তারা যোগাযোগের জন্য এমন সরঞ্জাম ব্যবহার করছে, যাতে সিম কার্ড নেই। এর ফলে তাদের গতিবিধি বা কথোপকথন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না।

শুক্রবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামলার আগে সন্ত্রাসীরা অন্তত তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল। পর্যটকদের ওপর হামলার আগে তারা চারটি এলাকায় পর্যবেক্ষণ চালায়।

আটক হওয়া হামলাকারীর সহযোগীদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানতে পেরেছে এনআইএ। হামলার দুইদিন আগে থেকেই তারা বৈসরন এলাকায় অবস্থান করছিলেন।

পেহেলগাম হামলার তদন্তের দায়িত্ব নেয়ার পর এই প্রথম বড় ধরনের তদন্ত কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। এ অভিযানের নেতৃত্ব দেন এনআইএ-এর প্রধান সদানন্দ দাটে।

banner close
banner close