
অধিকৃত কাশ্মীরে টহলরত ৪ রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের জেএফ-১৭ জেটের বিপক্ষে ভারতীয় বিমানবাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেয়া হয়েছে।
এদিকে, ভারতীয় অন্যতম গণমাধ্যম ‘ইয়ন টিভি’র অনলাইন ভার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়ের ব্যর্থতার দায়ে গত ৩০ এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার।
২২ এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত ৩০ এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ৪টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে।
পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের সাত মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি।
আরও পড়ুন: