রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সেহরির আগে ভারতের আলিগড়ে মুসলিম যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১১:৫১

শেয়ার

সেহরির আগে ভারতের আলিগড়ে মুসলিম যুবককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড়ে একটি রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেহরির জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে চার দুষ্কৃতকারী।

শুক্রবার দিবাগত রাতে আলিগড়ের রোরাভার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম হারিস ওরফে কাট্টা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হারিস ওরফে কাট্টা ক্রিকেট ম্যাচ খেলে বাড়িতে ফিরেছিলেন সেহরির ঠিক আগে। তিনি রাত ৩টা ১৫ মিনিটের দিকে তার বাড়ির সামনে আরেক ব্যক্তির সঙ্গে দাড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটি উঁচু স্থানে বসে পড়েন। এ সময় হারিস লক্ষ করেন, দুটি মোটরসাইকেল তার পাশে এসে থামছে।

কাছাকাছি থাকা মোটরসাইকেলের পেছনের আরোহী যখন পিস্তল তাক করেন, তখন হারিস নিজেকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু চলন্ত অবস্থায়ই প্রথম গুলিটি তাঁকে বিদ্ধ করে। এরপর ওই বন্দুকধারী দ্রুত আরও দুটি গুলি চালায়। এতে হারিস মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সঙ্গী দৌড়ে পালিয়ে যান। বন্দুকধারী এরপর পড়ে থাকা হারিসকে আরেকটি গুলি করেন নেমে।

পুলিশ জানিয়েছে, হারিসের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

তবে, অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

 

banner close
banner close