সোমবার

৫ মে, ২০২৫
২২ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ২১:০৮

শেয়ার

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
তেল আবিবের বেন-গুরিয়ন এয়ারপোর্ট। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে। হামলার পর রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলার মধ্য দিয়ে চলতি সপ্তাহে ইসরায়েলে এটি হুতি বিদ্রোহীদের চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, হামলার পর তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে, যা এ সপ্তাহে হুতি বিদ্রোহীদের চতুর্থ আক্রমণ।

বিবৃতিতে দাবি করা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে তবে মানুষকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজছে এবং হাজার হাজার মানুষ বোমা শেল্টারের দিকে ছুটছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এ হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অপরদিকে ইয়েমেনের হুতিরা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। তবে, শুক্রবার হুথি যোদ্ধারা ঘোষণা করে, তারা মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পাশাপাশি লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত করেছে।

banner close
banner close