রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৫২

শেয়ার

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া
প্রতীকী ছবি

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়েছে। তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে বিপদজনক অঞ্চল এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা বলেছেন, ভূমিকম্পটি সকালে উপকূলীয় শহর ফার্নডেল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অনুভূত হয়। এটি দক্ষিণের সান ফ্রান্সিসকো পর্যন্ত অনুভূত হয়েছিল।

সেখানকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য একটি ঘূর্ণায়মান গতি অনুভব করেছিল। এরপরে ছোট ছোট একাধিক আফটারশক অনুভূত হয়।

এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন। ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

banner close
banner close