রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৫

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৬

শেয়ার

গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী: অ্যামনেস্টি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা (জেনোসাইড) চালাচ্ছে ইসরায়েল।

বৃহস্পতিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন উপসংহারে পৌঁছেছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে, একটি জাতি, জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে করা কর্মকাণ্ড।

যদিও ইসরায়েল এ গণহত্যার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।

দেশটি আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার অধিকার আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেন।

তিনি বলেন, উপসংহারটি হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে নেয়া হয়নি। প্রতিবেদনটি উপস্থাপনের পর ক্যালামার্ড বলেন, গণহত্যা সংঘটিত হচ্ছে। ছয় মাস ধরে গভীর অনুসন্ধান ও মনোযোগের সঙ্গে গবেষণাটি করার পর আমাদের মনে কোনো ধরনের, এমনকি বিন্দুমাত্রও সন্দেহ নেই।

banner close
banner close