রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন: কিম জং উন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১০:৫৮

শেয়ার

পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন: কিম জং উন
কিম জং উন। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে এমন অভিযোগ এনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ‘পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন।’ কোরিয়া উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, ‘পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসনের।’

যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতির কড়া সমালোচনা করে কিম দাবি করেন, বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, ‘পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

তিনি আরও বলেন, ‘কোরীয় উপদ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনো এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে।’

কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সবসময়ই পিয়ংইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি।

 

banner close
banner close