রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

জাবালিয়ায় ইসরাইলের ৩০ সেনা ও কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১৭:৩৮

শেয়ার

জাবালিয়ায় ইসরাইলের ৩০ সেনা ও কর্মকর্তার মৃত্যু
ছবি:সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযানে ৩০ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছে।

সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে, ৫ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

ইসরাইলি মিডিয়ার তথ্যমতে, রোববার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় সংঘর্ষের সময় আরও দুই ইসরাইলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন, যার মধ্যে একজন ছিলেন অফিসার। এ ঘটনায় একজন সেনা গুরুতর আহত হয়েছেন।

গাজার উত্তরে এটি ইসরাইলি বাহিনীর তৃতীয় স্থল অভিযান, যা গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, চলমান ৪০০ দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে।

সেনাবাহিনীর জনবল সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদমাধ্যমটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে।

গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৪৩,৮৪৬ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

banner close
banner close