
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর অফিসের সামনে অবস্থান নেন। ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরাইলি বন্দিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের চুক্তির দাবিতে এই অবরোধ বলে জানিয়েছে আল-জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বেশকিছু বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেইসঙ্গে তাদের নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
রোববার বিক্ষোভের মাঝেও গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: