রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

ইসরাইলে হামলা চালানোর নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪ ১২:০৭

শেয়ার

ইসরাইলে হামলা চালানোর নির্দেশ আয়াতুল্লাহ খামেনির
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি এক কর্মকর্তা বলেছেন, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরাইল যে হামলা চালিয়েছে সেটির কঠোর এবং অভাবনীয় জবাব দেয়া হবে।

যদিও এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা।

আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।

ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয় খামেনিকে। এরপরই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

banner close
banner close