বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

সরকারি হাসপাতালে একযোগে ৩৫০০ নার্স নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ০০:০৮

শেয়ার

সরকারি হাসপাতালে একযোগে ৩৫০০ নার্স নিয়োগ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে একযোগে প্রায় ৩৫০০ জন সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

এই প্রথম তদবির বিহীনভাবে নার্স নিয়োগ, মেধা বিবেচনায় পছন্দনীয় স্থানে পোস্টিং করা হয়। এমন নিয়োগে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার মানউন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রায় সাড়ে তিন হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। চাকরিতে প্রবেশের সময় নার্সদের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড স্বাক্ষরের শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণকাল বা প্রশিক্ষণোত্তর তিন বছরের মধ্যে পদত্যাগ করলে সংশ্লিষ্ট ব্যয় ফেরত দেওয়া বাধ্যতামূলক এবং কর্মজীবনে যৌতুক গ্রহণ বা প্রদান থেকে বিরত থাকার অঙ্গীকার।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের ভবিষ্যৎ বদলি বা পদায়ন সর্বশেষ প্রণীত নীতিমালার আলোকে সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ নিয়োগ দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা আরও গতিশীল করবে এবং রোগীসেবায় মানোন্নয়ন ঘটাবে।



banner close
banner close