শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

নিরাপদ খাদ্যের ২৯ পদের লিখিত পরীক্ষা ৩১ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

নিরাপদ খাদ্যের ২৯ পদের লিখিত পরীক্ষা ৩১ মে
লিখিত পরীক্ষা ৩১ মে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪ ও ১৬তম গ্রেডভুক্ত ৫টি ক্যাটাগরির ২৯ পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। সংস্থা‌টির সচিব শ্রাবস্তী রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

গত ২০ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেসব পদের জন্য পরীক্ষা নেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে—ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারী ও নমুনা সংগ্রহ সহকারী।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার্থীরা ১৭ মে ২০২৫ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট www.bfsa.teletalk.com.bd-এ গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

 

banner close
banner close