শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

ধুরন্ধর-এর মতো সিনেমা বানাবো না: শ্রীরাম রাঘবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১২:৩৮

শেয়ার

ধুরন্ধর-এর মতো সিনেমা বানাবো না: শ্রীরাম রাঘবন
ছবি: সংগৃহীত

বক্স অফিসে বর্তমানে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর’। চারদিকে যখন এই ছবির জয়জয়কার এবং বাণিজ্যিক সাফল্যের হিড়িক, ঠিক তখনই নিজের ভিন্নধর্মী নির্মাণশৈলী নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ‘আন্ধাধুন’ খ্যাত প্রখ্যাত নির্মাতা শ্রীরাম রাঘবন।

ছবিটির ব্যাপক প্রশংসা করলেও তিনি স্পশট জানিয়ে দিয়েছেন, বক্স অফিসের সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে তিনি নিজের বিশেষত্ব বিসর্জন দেবেন না।

সম্প্রতি দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে রাঘবন ‘ধুরন্ধর’-এর আকাশচুম্বী সাফল্যের উদাহরণ টেনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান বলেন, ধুরন্ধর সিনেমাটি চমৎকারভাবে তৈ হয়েছে, এতে দুর্দান্ত অভিনয় রয়েছে। এর ব্যাপক ব্যবসা করাটাই স্বাভাবিক। কিন্তু এটি আমার সিনেমা নির্মাণের ধরন নয়। আমি যদি শুধু সাফল্যের লোভে অন্ধভাবে এই ফরম্যাট অনুসরণ করি, তবে সেটি হবে সবচেয়ে বড় বোকামি।

সিনেমা নির্মাণের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে জেমস বন্ড সিরিজের উদাহরণ দেন এই নির্মাতা। তার মতে, একটা সময় বন্ড সিনেমাগুলো বিনোদনধর্মী থাকলেও পরে তা অনেক বেশি গম্ভীর ও বাস্তবধর্মী হয়ে ওঠে।



banner close
banner close