শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

এবার আসছে ‘ফোর ইডিয়টস’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩২

শেয়ার

এবার আসছে ‘ফোর ইডিয়টস’
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইকনিক সিনেমার একটি ‘থ্রি ইডিয়টস’। এর সিক্যুয়েল আসছে, এমন খবর বহুদিন ধরেই। তবে এবার পাওয়া গেল নতুন এক খবর, যা নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। আমির খান অভিনীত এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। আর ছবির নাম অনুযায়ী এবার পুরনো তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা।

বলিউডের সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সঙ্গে খোঁজা হচ্ছে চার নম্বর ইডিয়ট- চরিত্রকেও। ছবির নাম অনুযায়ী র‍্যাঞ্চো, রাজু ও ফারহানদের সঙ্গে যোগ হবে নতুন এক নাম। যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি।

তবে এটি শোনা যাচ্ছে, বলিউডের একজন প্রথম সারির জনপ্রিয় তারকা থাকতে পারেন চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে। খবরটি পেতেই দর্শকদের অনেকে সামজিক মাধ্যমে বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন। তাদের মধ্যে অনেকে ধারণা করে লেখেন, সম্ভবত এই চরিত্রে রণবীর কাপুর ভালো একটা সেলেকশন হতে পারে। যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত করা হয়নি।

থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে মূল তিন অভিনেতা আমির খান, আর মাধবন এবং শারমান জোশি তাদের পুরনো চরিত্রেই ফিরছেন। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতার একটি সূত্র।

এছাড়াও, ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অভিনয়শিল্পীদের প্রায় সবাইকেই এই সিক্যুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। তিন বন্ধুর পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করছেন যে, সিক্যুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পের বুনন আরও আকর্ষণীয়ভাবে শুরু হবে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায়। তিন বন্ধুর কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার ওপর নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল। আমির খান, শারমান জোশি ও আর মাধবনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এই উপমহাদেশের ছাত্র-তরুণ সমাজের কাছে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। দীর্ঘ দেড় দশক পর সিক্যুয়েলের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।



banner close
banner close