সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়েছিলেন মার্কিন র্যাপার কার্দি বি। সৌদি আরবে যেহেতু হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, তাই তিনি দেশটিতে এসে হিজাব পরে বাইরে ঘোরাঘুরি করেছেন।
সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ র্যাপারের সৌদি আসার তথ্য জানায়।
কার্ডি বি ওইদিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, ‘হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।’ পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, হিজাবের মতো পুরো শরীরেই কালো পোশাক পরেছেন তিনি।
পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ফ্যানরা।
সৌদিতে আসার পরেরদিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেজার্ট পরিবেশন করেছে।
আরও পড়ুন:








