শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

শেষ জীবনে ধর্মেন্দ্রর কাছে ঘেঁষতে দেয়া হতো না হেমাকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৮

শেয়ার

শেষ জীবনে ধর্মেন্দ্রর কাছে ঘেঁষতে দেয়া হতো না হেমাকে
ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে তার পরিবারে শেষজীবনের দূরত্ব ও বিভাজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অসুস্থ অবস্থায় ধর্মেন্দ্রর পাশে হেমা মালিনী ও তাদের দুই মেয়েকে থাকতে দেয়া হয়নি। শেষকৃত্য ও প্রার্থনাসভাতেও পরিবারের একাংশের অনুপস্থিতি নজর কেড়েছে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে এখনো শোক কাটেনি তার ভক্তদের। তবে অভিনেতার শেষকৃত্য হয়েছিলো লোকচক্ষুর আড়ালে। প্রার্থনাসভাতেও দেখা যায়নি তার পরিবারের সব সদস্যকে। প্রথম পক্ষের সন্তান সানি ও ববি দেওল এবং দুই মেয়ে থাকলেও উপস্থিত ছিলেন না হেমা মালিনী ও তাদের কন্যা এশা ও অহনা।

এরপর হেমা মালিনী আলাদাভাবে প্রয়াত ধর্মেন্দ্রর স্মরণে একটি প্রার্থনাসভার আয়োজন করেন। সেখানে তিনি বলেন, তাদের সম্পর্ক ছিলো ভালোবাসার।

উল্লেখ্য, আইনি দিক থেকে হেমা মালিনী ধর্মেন্দ্রর স্ত্রী নন, কারণ ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে কখনোই তালাক দেননি। বলিউড সূত্রে দাবি করা হচ্ছে, শেষজীবনে ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালে দেওল পরিবারের একটি অংশ হেমা ও তার সন্তানদের কাছাকাছি থাকতে চাননি।



banner close
banner close