শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বিদেশে থেকেও অনলাইনে বিএফডিসিতে কাজের আবেদন করা যাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ফজলে রাব্বী পলাশ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৩

আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৪

শেয়ার

বিদেশে থেকেও অনলাইনে বিএফডিসিতে কাজের আবেদন করা যাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা মোঃ মাহফুজ আলম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং নবসংস্কারিত ঝর্ণা স্পটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এসব আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে তুলে ধরতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে শুধু চলচ্চিত্রই নয়, এর সঙ্গে যুক্ত শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলের জীবনমান উন্নত হবে এবং দেশও এগিয়ে যাবে।

মাহফুজ আলম জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএফডিসির আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে এডিটিং, কালার গ্রেডিংসহ কারিগরি কাজের বিভিন্ন রুম সংস্কার করা হয়েছে। তিনি বলেন, ‘এই কাজগুলোর জন্য বরাদ্দ পাওয়া ছিল অত্যন্ত কঠিন। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সবার কাজ করার সুযোগ থাকবে। বিদেশে অবস্থান করেও কেউ যদি চলচ্চিত্র বা কনটেন্ট নির্মাণে যুক্ত হতে চান, তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না। স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশনা—সবই একটি অভিন্ন ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক এক সভার উল্লেখ করে তিনি জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী দায়িত্বপ্রাপ্তরাও এ প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখবেন।

দর্শক এখনো ভালো কনটেন্ট দেখতে চান উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দর্শকের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট নির্মাণ করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে মানসম্পন্ন কনটেন্ট তৈরির প্রতি তিনি নির্মাতাদের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণকে সহজ করা বিএফডিসির প্রধান লক্ষ্য।’ সেই লক্ষ্য বাস্তবায়নে আধুনিকায়নের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, ‘একদিন বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব জয় করবে। সেই লক্ষ্য অর্জনে বিএফডিসি আন্তরিকভাবে কাজ করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা।

অনুষ্ঠানের শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।



banner close
banner close