শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ফরিদপুরে ‘নাট্যকুঞ্জ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩০

শেয়ার

ফরিদপুরে ‘নাট্যকুঞ্জ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
সভাপতি শান্ত, সাধারন সম্পাদক সিনহা

ফরিদপুরে নাট্যকুঞ্জের সুষ্ঠু কার্যক্রম ও সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নীরব ইমতিয়াজ শান্ত।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি (সার্বিক) মোল্লা আবির, সহ-সভাপতি (প্রশাসন) শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিনহা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক মেহবুব, সাংগঠনিক সম্পাদক আলতাজ হোসেন রুদ্র, সহ-সাংগঠনিক সম্পাদক হামিম সর্দার, অর্থ সম্পাদক জান্নাতি খানম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান ইসরাফিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরিনা জাহান, নাট্য ও প্রযোজনা সম্পাদক বৃষ্টি মণ্ডল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নন্দিতা দাস, প্রযুক্তি ও মঞ্চ পরিকল্পনা সম্পাদক আহাদ ইসলাম বাধন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরফুদ্দীন কাজী, গবেষণা ও উন্নয়ন সম্পাদক তাসনিম আলম কাব্য, ক্রীড়া ও ভ্রমণ সম্পাদক সায়েম রহমান জীম, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক নওশিন তাবাসসুম নিপুণ এবং লোকসংস্কৃতি সম্পাদক আরিয়ান শাহ।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— রেজওয়ান হোসেন, প্রিতম বিশ্বাস, রাসেল হোসেন, সোহান রেজা এবং মিফতি ইসলাম।

নাট্যকুঞ্জের নতুন নেতৃত্ব আগামী দুই বছর সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।



banner close
banner close