সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

যমজ সন্তান জন্ম দেয়ার পরই মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মরিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩০

শেয়ার

যমজ সন্তান জন্ম দেয়ার পরই মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মরিয়ম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা পিয়ারি মরিয়ম মারা গেছেন। যমজ সন্তান জন্ম দেওয়ার পরই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন স্বামী আহসান আলী।

আহসান জানান, মরিয়ম যমজ দুই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এবং নবজাতকরা সুস্থ আছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি তিনি।

এদিকে ভুয়া তথ্য না ছড়িয়ে মরিয়মের জন্য দোয়া করার অনুরোধ জানান আহসান।

পিয়ারি মরিয়মের মৃত্যু সংবাদ জানিয়ে এক বিবৃতিতে আহসান লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাবো। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেনো আল্লাহ তাকে ক্ষমা করেন।’

২৬ বছর বয়সী মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারী ছিলো এক লাখ ৫০ হাজারের বেশি।



banner close
banner close