বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সৌদিতে চলচ্চিত্র উৎসব, আলো ছড়াবেন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৪

শেয়ার

সৌদিতে চলচ্চিত্র উৎসব, আলো ছড়াবেন ঐশ্বরিয়া
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

সেই ধারায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে বিশ্ব সিনেমার এই উৎসব। আগামীকাল (৪ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে উৎসবের পঞ্চম আসর।

উদ্বোধনী ছবি হিসেবে থাকছে রোয়ান আথালের ‘জায়ান্ট’। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)। এই দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা। ২০২১ সালে প্রথম আসর থেকে শুরু করে উৎসবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিজ্ঞ আয়োজক, যিনি এর আগে দুবাই ও গাল্ফ ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করেছেন। বিশেষত, এ বছর তার সিনেমা দিয়েই শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন।

এবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার-প্রেরিত ‘হিজরা’ এবং চেরিয়েন দাবিসের ‘অল দ্যাটস লেফট অব ইউ’, যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকছে তিউনিসিয়ার অস্কার-মনোনীত ‘দ্য ভয়েস অব হিন্দ রজাব’ এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের ‘সিরাত’।

আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’।

আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬ এবং হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’।

এ ছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি ছবি, যেম-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত ‘এন্ট্রি লেট শিফট’ এবং কান উৎসবে অংশ নেওয়া ‘দ্য সিক্রেট এজেন্ট’। এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকছে। বিগত বছরের মত এবারের আসরেও থাকছেন একঝাক বলিউড তারকা। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঐশ্বরিয়া রাই থাকছেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এবারের রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও হয়েছেন সৌদি চলচ্চিত্র অগ্রদূত ফয়সাল বালতিউর।

২০২৪ সালে রেড সিতে অংশ নিয়েছিলেন ৩০ হাজার দর্শক। এবার লক্ষ্য ৪০ হাজার দর্শককে যুক্ত করা। দর্শকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে থাকছে-আউটডোর সিনেমা, পরিবারকেন্দ্রিক আয়োজন, ১০–১৬ বছর বয়সী তরুণ নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’ উদ্যোগ।



banner close
banner close