বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সালমান শাহ'র মৃত্যু; বিচারের অপেক্ষায় সালমানের মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১১:৫৮

আপডেট: ২২ অক্টোবর, ২০২৫ ১২:০৬

শেয়ার

সালমান শাহ'র মৃত্যু; বিচারের অপেক্ষায় সালমানের মা
কোলাজ: বাংলা এডিশন

১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হয় সালমান শাহর। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন। এর মধ্যে নয়ন নাটকটি ১৯৯৫ সালে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার পায়।

এরপর ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহ'র। প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক ব্যবসাসফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের।

সালমান শাহ কেবল ৯০ দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই বরং আড়াই যুগ পরে রূপালি জগত ও ফ্যশন দুনিয়ায় অনুকরণীয় নাম।

১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ থেমে যায় সালমান শাহ। ২৫ বছর বয়সে চলে যান এই দুনিয়ার মায়া ছেড়ে। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড।

এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে। সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত। সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দিয়েছেন।

আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের, এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।

এদিকে, সালমান শাহর হত্যাকারীরা কেউ ছাড় পাবে না বলে জানান তার মা।ভক্তরা মনে করছেন এবার হয়তো জানা যাবে সালমান শাহ মৃত্যুর আসল রহস্য।

বিস্তারিত ভিডিও লিঙ্কে: https://www.youtube.com/watch?v=Qgsq2cKytqA



banner close
banner close