বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ০৯:৩৩

শেয়ার

সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফলে কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঠিক থাকার কথা জানান অভিনেতা বিজয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।

এ তারকা আরও লিখেছেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেয়ার কিছু নেই।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয়। এতে দুই পরিবারের সদস্য এবং তারকাদের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে বাগদান নিয়ে এখনো তাদের কারও কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close