জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন। আরও বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত ২৬ এপ্রিল থেকে তিনি সেখানে অবস্থান করছেন এবং মেয়ে ইসরাত জাহানের বাসায় রয়েছেন।
চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। তবে পুরো টিউমার অপসারণ করা হলে তা জীবনহানির পাশাপাশি প্যারালাইসিস ও বাকশক্তি হারানোর ঝুঁকি তৈরি করতে পারতো। এ কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আংশিক অপসারণ করা হয়েছে।
বর্তমানে টিউমারের অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। দীর্ঘদিন কর্মজীবন থেকে দূরে থাকা এবং লন্ডনে ঘরবন্দী জীবনযাপনের কারণে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার জামাতা। থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্লান্তি আসছে, এমনকি কথা বলতেও কষ্ট হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তাকে ফোনে কথা বলাও নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, তিনি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন:








