বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সত্য প্রকাশের লড়াই আর দুর্নীতির নির্মম জগতের দ্বন্দ্ব নিয়ে ওয়েবফিল্ম ‘দাবাঘর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০১

শেয়ার

সত্য প্রকাশের লড়াই আর দুর্নীতির নির্মম জগতের দ্বন্দ্ব নিয়ে ওয়েবফিল্ম ‘দাবাঘর’
ছবি: সংগৃহীত

ওটিটি প্লাটফর্মে এসেছে নতুন রাজনৈতিক থ্রিলার ‘দাবাঘর’। সত্য উদঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে- দেখলে প্রশ্নটির উত্তর খুঁজে বেড়াবেন দর্শক।

গল্পের কেন্দ্রে রয়েছে রামিসা রহমান, এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারে র চাঞ্চল্যকর প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগত।

ওয়েব ফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরে বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ-আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব, মাসুদ আল আজাদসহ ফরাসী অভিনয় শিলীরা। ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব ফিল্মটি।



banner close
banner close