বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশে পা রেখেই ভালোবাসা জানালেন হানিয়া আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩১

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩২

শেয়ার

বাংলাদেশে পা রেখেই ভালোবাসা জানালেন হানিয়া আমির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। ঢাকায় পা রেখেই তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমি তোমাকে ভালোবাসি'।

এবং তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো’ তার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ধরে নিচ্ছেন, এই ভালোবাসার বার্তাটি বাংলাদেশ এবং তার ভক্তদের উদ্দেশেই।

বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার, ‘ফেরি টেল, ‘দিলরুবা, ‘আন্না, ‘কাভি মে কাভি তুম ও ‘মুক পেয়ার হুয়া থা-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এবার তার সরাসরি উপস্থিতি যেন ভক্তদের জন্য বাড়তি এক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কিছু ভক্ত উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে হানিয়া আমিন ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।



banner close
banner close