বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে কমিশন রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, নয়তো নতুন সূর্যোদয় বিলম্বিত হবে: ধর্ম উপদেষ্টা খালিদ ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যাকারী নিশি খাতুন গ্রেপ্তার গুম-নির্যাতনের মামলায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি; জামায়াতের ভবন সুরক্ষা স্ক্যান সেবায় ব্যাপক সাড়া এমপিদের জন্য নির্ধারিত রাষ্ট্রীয় সুবিধা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেন অলিউল্লাহ নোমান বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ: প্রধান উপদেষ্টা কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

মামুনের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝেই শুভকে বিয়ে করলেন লায়লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৪

শেয়ার

মামুনের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝেই শুভকে বিয়ে করলেন লায়লা
ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক বছর ধরেই আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনকে নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে সামাজিক মাধ্যম। প্রিন্স মামুনকে ভালোবেসে সম্পর্ক গড়েন লায়লা। তবে একসঙ্গে আড়াই বছর থাকার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় টানাপোড়েন। কখনো অভিযোগ তোলেন লায়লা, আবার কখনো মামুন। সামাজিক মাধ্যমে আলোচিত এ জুটির বিরোধ আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। এর মধ্যে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে একাধিক মামলার বিচার প্রক্রিয়াধীন।

২০২৩ সালের ৯ জুন ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা আখতার। পর দিন কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় মামুনকে। এরপর জামিনে বেরিয়ে আসেন এ কনটেন্ট ক্রিয়েটর।

এরপর ২০২৪ সালে লায়লা আবারও প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন। সম্প্রতি সেই অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ডিজির অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বারিধারা ডিওএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি দেন। প্রাণনাশেরও ভয় দেখান। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন। এরপর ভাটারা থানাপুলিশ তাকে গ্রেফতার করে।

তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। লায়লা মামুনের আইনি লড়াই এখনো চলমান।

প্রিন্স মামুনের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝে লায়লা তার নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন। দেশের আলোচিত নারী টিকটকার লায়লা বিয়ে করেন আরেক কনটেন্ট ক্রিয়েটর মেহেদী শুভকে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাদের বিয়ে সম্পর্কিত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বধূবেশে দেখা গেছে লায়লাকে। অন্যদিকে বরবেশে মেহেদী শুভকে। দুজনে হাসিমুখে বিয়ের বিষয়টি তাদের ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন।

একটি সূত্র জানায়, এটি একটি ব্রাইডাল ফটোশুট। যেখানে মেহেদী বর ও লায়লা বধূবেশে ফটোশুট করেছেন। বিষয়টি ভিন্ন, আসলে তারা বিয়ে করেননি, ভিডিও কনটেন্ট নির্মাণ করেছেন।

মেহেদী শুভ একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তিনি ‘মেহেদী শুভ ভাইয়া নামে পরিচিত এবং ব্লু ফেইরি লায়লার সঙ্গে বিভিন্ন ভিডিও কনটেন্ট ও ব্রাইডাল শুটে অংশগ্রহণ করেছেন। এটিও সে রকমই একটি ফটোশুট।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে লায়লা ও মেহেদী দুজনকেই বিয়ের সাজে কথা বলতে দেখা যায়। তারা বলেন, যা হওয়ার হয়ে গেছে। নতুন করে আর বলার কিছু নেই।

এরপর একে অন্যকে খাইয়ে দিতেও দেখা গেছে তাদের। এই ভিডিওগুলোর কারণেই তাদের বিয়ের গুঞ্জন ভাইরাল হয়ে পড়ে। আদতে তারা দুজন বিয়ে করেননি। তবে তারা একে অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে ভক্তরা অপেক্ষায় আছেন কবে তারা বিয়ে করছেন।



banner close
banner close