বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৬

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৯

শেয়ার

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে
ফাইল ছবি

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে তাদের পরিবার। তবে কি কারণে মৃত্যুবরণ করেছে সেটা জানায়নি।

বেসরকারী টেলিভিশন চ্যানেলে রমজানের সম্প্রচার এবং গেম শোতে ভাইয়ের সঙ্গে উপস্থিত থেকে উমর শাহ দর্শকদের কাছে পরিচিত ছিলেন। তার বেশ কিছু ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। অন্যদিকে, তার বড় ভাইয়ের সেই ভাইরাল ভিডিও ‘পিছে তো দেখো সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তোলে। এর মাধ্যমে মূলত বেশ পরিচিত পায় তাদের পরিবার।

ইনস্টাগ্রাম পোস্টে পরিবার জানিয়েছে, উমরের মৃত্যু তাদের দ্বিতীয় ট্র্যাজেডি কেননা এর আগে তাদের কন্যা আয়েশারও মৃত্যু হয়েছিল। একইসঙ্গে তার জন্য দোয়া চেয়েছে।

সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আনমও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উমর শাহর মৃত্যুর খবর শেয়ার করে শোক জানিয়েছেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উমর শাহ গত জুলাই মাসে চোখে অপারেশন করিয়েছিলেন। তবে এই মুহূর্তে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।



banner close
banner close