বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে কমিশন রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, নয়তো নতুন সূর্যোদয় বিলম্বিত হবে: ধর্ম উপদেষ্টা খালিদ ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যাকারী নিশি খাতুন গ্রেপ্তার গুম-নির্যাতনের মামলায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি; জামায়াতের ভবন সুরক্ষা স্ক্যান সেবায় ব্যাপক সাড়া এমপিদের জন্য নির্ধারিত রাষ্ট্রীয় সুবিধা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেন অলিউল্লাহ নোমান বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ: প্রধান উপদেষ্টা কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

পূজায় কলকাতায় কাটাবেন অভিনেত্রী জয়া আহসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৯

শেয়ার

পূজায় কলকাতায় কাটাবেন অভিনেত্রী জয়া আহসান
ছবি: সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে তার। বলা যায়, এদেশ-ওদেশ করেই কাটে অভিনেত্রীর অধিকাংশ সময়। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান। ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া।

গত সাত সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান, ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।

জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকবো আমি।’

জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’



banner close
banner close