সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন ট্রেন্ড, যেখানে শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে স্বপ্নপূরণ করা সেলফি। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যায়, কারও পাশে কিং খানের ঝলমলে উপস্থিতি, ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন সত্যি হলো বা অবশেষে দেখা হয়ে গেলো।’
কিন্তু এগুলো আসল ছবি নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বানানো। আর এ নিয়েই মজার ছলে মেতে উঠেছেন নেটিজেনরা। হাস্যরস, লাইক, শেয়ার চলছে পুরোদমে।
তবে এখানেই উঠে আসছে এক গুরুতর প্রশ্ন। এভাবে কোনো সেলিব্রিটির এআই-চিত্র ব্যবহার করা কি আইনি দিক থেকে নিরাপদ?
বিশেষ করে ভারতীয় আইনের প্রেক্ষাপটে উত্তরটা বেশ চিন্তার। ভারতের ব্যক্তিত্ব অধিকার অনুযায়ী, কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা ভঙ্গি তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি। এর সঙ্গে জড়িয়ে আছে কপিরাইট, ট্রেডমার্ক, আইটি আইন এবং ভোক্তা সুরক্ষা আইনের মতো গুরুত্বপূর্ণ আইন।
ব্যক্তিগতভাবে বা মজার ছলে এসব এআই-ছবি পোস্ট করলে শাস্তি হয়তো হালকা হতে পারে, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াতে পারে ১০ লাখ থেকে কয়েক কোটি রুপি পর্যন্ত।
ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ও অনিল কাপুরের ছবির অননুমোদিত ব্যবহার নিয়ে আদালতে কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
আর শাহরুখ খানের ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর। কারণ, তিনি ভারতের অন্যতম শীর্ষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যার একটি বিজ্ঞাপনের পারিশ্রমিকই আট–দশ কোটি রুপি। তাই তার এআই-ছবি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলে ক্ষতিপূরণ পাঁচ থেকে ২০ কোটি রুপি পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন:








