জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম সম্প্রতি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন একাধিক ছবি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা গেছে, সাগরপাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে ক্যামেরাবন্দী হয়েছেন এই লাক্স-তারকা। তার নজরকাড়া হাসি ও স্টাইলিশ লুক ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।
ছবিগুলোতে নীল পোশাকে দেখা গেছে মিমকে, যা নেটিজেনদের মতে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, চমৎকার এবং আকর্ষণীয়। নীল রঙে যেনো তোমাকে আরও বেশি মানিয়েছে।’
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম। এরপর থেকেই নাটক ও চলচ্চিত্রে তার সফল পদচারণা তাকে শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিয়ে আসে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ও স্টাইল সেন্স বারবারই প্রশংসিত হচ্ছে অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুন:








