বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন তার জীবনের এক নতুন অধ্যায়ে মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব দুটোই সামলাচ্ছেন সমানভাবে। মেয়ের জন্মের পর কাজ থেকে বিরতি নিলেও এখন আবার শুটিংয়ে ফিরেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে মেয়ের প্রতি দায়িত্বে কোনো ফাঁক রাখতে চান না আলিয়া ও তার স্বামী রণবীর কাপুর।
এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ‘রাহাকে কখনো একা রাখার কথা আমরা ভাবতেও পারি না। আমি না থাকলে রণবীর থাকে, রণবীরের কাজ থাকলে আমি ছুটি নেই।’ তিনি আরও বলেন, ‘পুরো দিন আমরা চেষ্টা করি ওর সঙ্গে সময় কাটাতে। অবশ্য রাহাও এখন বেশ ব্যস্ত। ওর ক্লাস, খেলা, দাদু-দিদার সঙ্গে সময় কাটানো, সব কিছু চলছে।’
মেয়ের যত্নে আলিয়া ও রণবীরের পরিবার এবং সহকারীরাও সহযোগিতা করছেন বলে জানান তিনি।
নতুন দায়িত্বের ভার নিয়ে আলিয়া নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন। তার জীবন এখন একসঙ্গে মা, স্ত্রী ও অভিনেত্রী হিসেবে চলার এক সুন্দর সমন্বয়।
আরও পড়ুন:








