বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে কমিশন রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, নয়তো নতুন সূর্যোদয় বিলম্বিত হবে: ধর্ম উপদেষ্টা খালিদ ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যাকারী নিশি খাতুন গ্রেপ্তার গুম-নির্যাতনের মামলায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি; জামায়াতের ভবন সুরক্ষা স্ক্যান সেবায় ব্যাপক সাড়া এমপিদের জন্য নির্ধারিত রাষ্ট্রীয় সুবিধা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেন অলিউল্লাহ নোমান বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ: প্রধান উপদেষ্টা কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

শেষমেশ ওরিকেই স্বামী বলে পরিচয় দিলেন জাহ্নবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ০৯:০৯

শেয়ার

শেষমেশ ওরিকেই স্বামী বলে পরিচয় দিলেন জাহ্নবী
ছবি: সংগৃহীত

শ্রীদেবীর মৃত্যুর পর থেকে প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে জাহ্নবী কাপুরের। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখলেও সম্প্রতি শিখরের নাম লেখা হার পরে তাদের সম্পর্ক স্বীকার করেছেন জাহ্নবী। জানান, শিখরকে নিয়ে তিনি বেশ সিরিয়াস।

তবে হঠাৎই এক সাক্ষাৎকারে ওরহান অবাত্রামণিকে (ওরি) স্বামী বলে সম্বোধন করে চমকে দেন তিনি। বলিউডে পরিচিত মুখ ওরি নিজেকে সমকামী পরিচয় দিয়ে থাকলেও জাহ্নবীর সঙ্গে তার বন্ধুত্ব দীর্ঘদিনের। বিশেষত, কাপুর পরিবারের সঙ্গেও তার সম্পর্ক বেশ গভীর।

জাহ্নবী জানান, একবার লস অ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে থাকেন। তখন পাশে থাকা ওরিকে দেখিয়ে বলেন, ‘উনি আমার স্বামী’, যাতে কেউ আর বিরক্ত না করে। বিষয়টি নিছকই মজার ও তাৎক্ষণিক বুদ্ধি বলে জানান জাহ্নবী।



banner close
banner close